
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা সীমান্তে অভিযান চালিয়ে ৫৮ বিজিবি শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানের সময় তার কাছ থেকে অর্ধকোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম (৫৫)। তার পিতা মো. আকামদ্দিন, গ্রাম বাঘাডাঙ্গা, ডাকঘর নেপা, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ।
৫৮ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে ১.৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, খোসালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের স-মিল সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩৪৯.৮০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।
বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।