
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক করলে পুলিশ সদস্যরা পাঁচ হাজার টাকা করে পুরস্কার পাবেন—এমন খবরে বিভ্রান্তি তৈরি হলেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা অবশ্যই উৎসাহিত করি। আইন অনুযায়ী আর্থিকভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে। তবে নির্দিষ্টভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো ভালো কাজের স্বীকৃতি দেওয়ার নিয়ম আমাদের আছে এবং আমরা সেটি মেনে চলি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্তমানে রাজধানীতে ডিএমপির নিয়ন্ত্রণে ৬০০-র বেশি সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। এর বাইরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে স্থানীয় উদ্যোগে বসানো হয়েছে প্রায় ১ হাজার ২০০ ক্যামেরা। সব মিলিয়ে ২ হাজারের বেশি ক্যামেরা দিয়ে ঢাকার বিভিন্ন এলাকা নজরদারিতে রয়েছে। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
সম্প্রতি মোহাম্মদপুরের এসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়েও সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির থানা, ফাঁড়ি বা ডিভিশনের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত শুক্রবার মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কিছু পুলিশ সদস্যের কাজে অসন্তোষ প্রকাশ করেন। পরে প্রশাসনিক কারণে ওই জোনের এসি, মোহাম্মদপুর থানার অপারেশনস ইনচার্জ এবং ডিউটি অফিসারকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটি শুধুই প্রশাসনিক পদক্ষেপ। এর সঙ্গে অন্য কোনো বিষয় যুক্ত নয়। বরং এটাকে ইতিবাচকভাবেই দেখতে হবে, যাতে সদস্যরা দায়িত্ব পালনে আরও সচেতন থাকেন।
এ ছাড়া সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে যেতে নিষেধ করেছেন—এমন প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি দিনরাত পরিশ্রম করছে। আমরা আমাদের পক্ষ থেকে কখনোই নির্দিষ্ট কোনো এলাকায় বা সময়ে চলাচলে নিরুৎসাহিত করিনি। অন্য কোনো ইউনিট এমন কিছু করলে তা আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে চাই—ঢাকাবাসী নিশ্চিন্তে, নির্ভয়ে চলাফেরা করতে পারবেন।