
নির্বাচনকে ঘিরে ভয় সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসলে কি হবে, তা নিয়ে বাইরের পক্ষের মন্তব্য করার সুযোগ নেই।”
নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘনের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমা লঙ্ঘন করছে। দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলা ব্যাহত হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”