
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসময় কয়েকজন মাদককারবারি ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীসহ যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের অবস্থান রয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মীর ওপর হামলার পর একই ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। সেদিন দুপুরে বুনিয়া সোহেলকে ধরতে গেলে সে ও তার সহযোগীরা সেনা গোয়েন্দাদের ওপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর এক কর্মকর্তা ও তাদের একজন সোর্স গুরুতর আহত হন।