
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা সকাল-সন্ধ্যা অবরোধে সহিংসতা দেখা দিয়েছে। সড়কে গাছ কেটে ও আগুন জ্বালিয়ে অবরোধকারীরা তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনাও ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে চট্টগ্রামগামী ‘সৌদিয়া’ নামের একটি অ্যাম্বুলেন্স আলুটিলা পূর্ণবাসন এলাকায় পৌঁছালে ১৫-২০ জন অজ্ঞাতনামা পাহাড়ি যুবক লাঠিসোটা দিয়ে গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করে। পরে অ্যাম্বুলেন্সটি মাটিরাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।
অ্যাম্বুলেন্স চালক মো. রাসেল হোসেন বলেন, “আলুটিলা উঠার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে কিছু বোঝার আগেই গাড়ির কাচ ভেঙে দেয়। পরে আমি মাটিরাঙ্গা বাজারে গিয়ে আশ্রয় নিই।”
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অ্যাম্বুলেন্সটির সামনের ও পেছনের কাচ ভাঙচুর হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে শতাধিক পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
রামগড় থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, ঢাকামুখী বেশ কয়েকটি পর্যটকবাহী বাস বিকল্প পথে অন্য জেলায় চলে গেছে। তবে কিছু বাস এখনও আটকে আছে যাত্রীসহ। তিনি বলেন, সন্ধ্যায় অবরোধ শেষ হলে এসব বাস খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাবে।