
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে তাদের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানিয়েছে। যদিও আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, তবু বিসিবি তাদের অবস্থানে অনড় এবং নিরাপত্তার কারণে ভারত নয়, শ্রীলঙ্কায় খেলার পক্ষপাতী।
এ বিষয়ে এখনও আইসিসি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিসিবি ইতিমধ্যেই ভেন্যু পরিবর্তনের জন্য আরও একটি চিঠি পাঠিয়েছে এবং আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) হস্তক্ষেপ চেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আশা করছে, আইসিসি তাদের চিঠির জবাব দেবে এবং ভেন্যু পরিবর্তনের বিষয়টি ডিআরসির কাছে পাঠাবে। ডিআরসি স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত একটি সালিশ সংস্থা, যা আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে। এটি ইংরেজি আইন অনুযায়ী পরিচালিত হয় এবং কার্যক্রম লন্ডনে অনুষ্ঠিত হয়। সমস্ত অভ্যন্তরীণ প্রতিকার শেষ হওয়ার পর এই কমিটি আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মামলা শুনতে পারে।
আইসিসি প্রথমবার ভেন্যু পরিবর্তনের দাবিটি নাকচ করার পর, বিসিবি এখন বিষয়টি ডিআরসির কাছে পাঠানোর জন্য অনুরোধ করেছে। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতেই খেলতে বাধ্য করার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।