
নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট খেলতে হলে ভারতেই খেলতে হবে। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি আরও বলেছেন, পাকিস্তানও এই ইস্যুতে বিশ্বকাপ বয়কট করার কথা বিবেচনা করতে পারে।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ভেন্যু সংক্রান্ত জটিলতা নিয়ে আইসিসি বৈঠক করে। পরে এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন ও পর্যালোচনার ভিত্তিতে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের ক্রিকেটার, কর্মকর্তা, সংবাদকর্মী ও সমর্থকদের কোনো ঝুঁকি নেই।
রশিদ লতিফ বলেন, “পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না হয়, অর্ধেক বিশ্বকাপই শেষ। এখনকার ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ সুযোগ। পাকিস্তানের উচিত অবস্থান নেওয়া যে তারা বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এখনই উপযুক্ত সময়, তবে এ জন্য প্রয়োজন দৃঢ় মনোবল।”
আইসিসির এই মন্তব্যকে তীব্র সমালোচনা করেন রশিদ লতিফ। তিনি বলেন, “এটা ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থা কীভাবে এমন নিশ্চয়তা দিতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। আশা করি, কোন দলেরই কোনো ক্ষতি হবে না।”