
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান জটিলতা নতুন মোড় নিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারত সফরে যেতে ইচ্ছুক নয়। এর প্রেক্ষিতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আনার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শেষ কয়েক সপ্তাহের আলোচনার পর আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ ভারত মাটিতে না যায়, তবে তাদের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে আলটিমেটাম দিয়েছে। এমন পরিস্থিতিতে রাতেই বিসিবি সভাপতিসহ কয়েকজন কর্মকর্তা যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর এক পাঁচতারকা হোটেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ভারতের মাটিতে খেলা বা না খেলার বিষয় এবং বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান নির্ধারণের আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিসিবি এই টুর্নামেন্টে অংশগ্রহণে সম্মত হবে। তার ভাষ্য, এর পেছনে বড় ধরনের আর্থিক ও আইনি দায়বদ্ধতার বিষয় জড়িত।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ (বিসিবি), আপনাদের কাছে সিদ্ধান্ত নেয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেয়া হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ না খেললে তাদের শূন্যস্থান পূরণ করতে পারে সহযোগী দেশ স্কটল্যান্ড। আকাশের কথায়, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে। যাদের হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় দিয়ে দিয়েছিল, সেই স্কটল্যান্ডের কপাল এবার খুলে যেতে পারে।'
বিশেষভাবে আকাশ চোপড়া অর্থনৈতিক কারণকেই প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি মনে করিয়ে দিতে চাই, এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত। আইসিসির আয়ের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়।’ তিনি আরও সতর্ক করে বলেন, ‘একবার মৌখিক বা লিখিত সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর পুরো দায়ভার বাংলাদেশের ওপর পড়বে এবং ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হতে পারে।’
অবশেষে আকাশ চোপড়া আশা প্রকাশ করেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিসিবি তাদের অবস্থান পরিবর্তন করবে। তার মতে, ‘আমার মনে হয় বাংলাদেশ হয়তো ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।’