
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীককে সামনে থেকে দেখার সুযোগ পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে ফিফার ঐতিহ্যবাহী সোনালি ট্রফি এসে পৌঁছেছে ঢাকায়, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
বুধবার ১৪ জানুয়ারি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানানো হয়। ফিফার ট্রফি ট্যুরের অংশ হিসেবে এটি বাংলাদেশের চতুর্থ সফর। এ উপলক্ষে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম বৃহৎ আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। মূল টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফি প্রদর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে সমর্থকদের মাঝে বিশ্বকাপের রোমাঞ্চ ছড়িয়ে দিতে চায় ফিফা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে ট্রফিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কোকাকোলার স্পন্সরশিপে আয়োজিত এই আয়োজনে কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরা সরাসরি ট্রফি দেখা এবং ছবি তোলার সুযোগ পাবেন। প্রবেশের জন্য বৈধ টিকিটের প্রিন্ট কপি বা স্ক্রিনশট এবং কোকাকোলার ক্যাপ প্রদর্শন বাধ্যতামূলক।
আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু বিধিনিষেধও নির্ধারণ করা হয়েছে। ট্রফি স্পর্শ করা যাবে না, বড় ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ, ধূমপান করা যাবে না এবং টিকিট হস্তান্তরের অনুমতি নেই। একই সঙ্গে কোনো দেশের পতাকা, ধারালো বস্তু বা নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।
বিশ্বকাপ ট্রফির এই সংক্ষিপ্ত সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এবং আসন্ন বিশ্বকাপকে ঘিরে দেশের ক্রীড়ামোদীদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।