
একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম। সম্প্রতি ক্রিকেটারদের বেতন নিয়ে করা মন্তব্যের পর কোয়াবের ঘোষণা, তিনি যদি আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কট করা হবে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতে তিনি সাংবাদিকদের সঙ্গে জুম মিটিংয়ে যোগ দিয়ে জানান, “যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।”
এর আগে বিকেলে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে মন্তব্য করেন, যা নিয়ে সমালোচনা শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি মিডিয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাখ্যা করে জানায়, “এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।”
বিজ্ঞপ্তিতে বোর্ড আরও জানিয়েছে, “ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান প্রদর্শন বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি বিসিবির পূর্ণ সমর্থন ও সম্মান অব্যাহত থাকবে।”
কোয়াবের পদক্ষেপ স্পষ্ট যে, কোনো অবস্থাতেই খেলোয়াড়দের মানহানি বা অসম্মান স্বীকারযোগ্য নয় এবং কর্মকর্তার মন্তব্যের কারণে ক্রিকেট কার্যক্রম বন্ধের হুমকি বাস্তবায়ন করতে তারা প্রস্তুত।