
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.২। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য প্রকাশ করে।
ভূমিকম্পের প্রভাবে ডেড সি ও দক্ষিণ নেগেভ এলাকায় সতর্কতা জারি করা হয়। ইএমএসসি জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল ইসরায়েলের ডিমোনা শহরের নিকটবর্তী একটি এলাকা। এ সময় আশপাশের অঞ্চলের বাসিন্দারা স্পষ্টভাবে কাঁপুনি অনুভব করেন।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।