ইতালির লেকে ডুবে বাংলাদেশি কিশোরের মৃত্যু


ইতালির লেকে ডুবে বাংলাদেশি কিশোরের মৃত্যু

ইতালির ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে পানিতে ডুবে বাংলাদেশি কিশোর আব্দুস সামাদ (১২) মারা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পরিবারসহ বনভোজনে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সামাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামাদ ইতালিতে প্রবাসী আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকার মৃত আব্দুল সাদেক মেম্বারের নাতি।

প্রায় ২০ বছর ধরে ইতালিতে বসবাস করছেন সামাদের বাবা। তিনি বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভেনিসে স্থায়ীভাবে বসবাস করছেন। সামাদ তাদের বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাবা ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।

প্রতিবেশী সজিব আল হুসাইন জানান, "আমরা ইতালির ভেনিস মেসরে শহর থেকে একাধিক পরিবার পিকনিকের জন্য মোলভেনো লেক এলাকায় যাই... পরে সন্দেহ হলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লেকের পানি থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে।"

সামাদের মরদেহ দেশে পাঠানো হবে নাকি ইতালিতেই দাফন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×