
পাবনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা সাঁথিয়া উপজেলার ছাতক বরাট উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা ও জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজের আগে স্থানীয় হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। নামাজের পর উপস্থিত মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয় এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। দোয়া শেষে আয়োজকরা মুসল্লি, এতিম ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশের চলমান ক্রান্তিকাল এবং গণতন্ত্রের রক্ষায় বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও নির্বাচনে তার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিতরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার প্রার্থনা করেন।