
আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে দলের সদস্যপদ গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
অধ্যাপক ড. আবু সাইয়িদ ছিলেন রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য।