
বিএনপি ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানিয়েছেন, দল তাদের সংসদ সদস্য প্রার্থীদের নির্দেশ দিয়েছে নির্বাচনি প্রচারণায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকা।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
মাহদী বলেন, “জুলাই চার্টারের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির অবস্থান কিছুটা নোট অব ডিসেন্টের সঙ্গে যুক্ত ছিল। সেগুলোকে ধারণ করে গণঅভ্যুত্থানে আমরা দেখেছি মূল রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজন। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক কাঠামো প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করেছে। আমাদের ৩১ দফার প্রস্তাবে সংস্কারের মৌলিক ভিত্তিগুলো প্রতিফলিত রয়েছে। তাই আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটে অবস্থান নেব।”
তিনি আরও বলেন, “নোট অব ডিসেন্ট ও গণতন্ত্রে ভিন্নমত স্বাভাবিক। এগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। তবে সামগ্রিকভাবে, বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে অবস্থান নেবে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট অনুষ্ঠিত হবে।”
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, “৭৯টি আসনে অন্তত ৯০ জন প্রার্থী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন নিয়েছেন। দীর্ঘ সময় ধরে দেশের সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পারেনি। একই সঙ্গে বহু ত্যাগী ও সংগ্রামী রাজনীতিবিদ যারা আগে নির্বাচনে অংশ নিতে পারেননি, তারা এবার প্রার্থী হয়েছেন। প্রতিটি আসনে একজনের বেশি মনোনয়ন সম্ভব নয়। এখন নির্বাচন পরিচালনা কমিটি ও বিএনপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে আলাপ-আলোচনা করবে এবং প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
মাহদী আরও উল্লেখ করেন, “কিছু জায়গায় পোস্টাল ব্যালটের নামে সংগঠিতভাবে আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ এসেছে। এটি অনাকাঙ্ক্ষিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে। নেতাদের ইতিবাচক রাজনীতি মাধ্যমে জনগণের কাছে যাওয়ার এবং অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হবে।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে এবং জনগণের ভোটাধিকার প্রকৃত অর্থে মূল্যায়িত হলে বিএনপি জনগণের রায় অনুসারে সরকার গঠন করবে।”