
ভোটের জন্য মানুষের কাছে হাত পাতা কখনোই লজ্জার নয়, বরং চুরি ও দুর্নীতির পথের চেয়ে তা অনেক বেশি মর্যাদার বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে এ কথা বলেন। ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় তিনি বলেন, “আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছি। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইছি, ভাই আমাদেরকে সহযোগিতা করেন। আমার মনে হয়, চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে, ইট খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত চাই। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই বাংলাদেশটাতে পড়াশোনা করে আপনাদের ছেলেরা যথাযথভাবে চাকরি পাবে। আমরা চাই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হবে। দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না; এই নিয়মটা চাই। তাহলে গণভোটেও আমরা হ্যাঁ চাই।”
দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বড় একটি ট্যাংকিতে পানি পূর্ণ করা হলো। আর সেই ট্যাংকিতে বাইরে থেকে ছিদ্র করা হল। তাহলে যতই পানি দেন, লাভ হবে না। এই ছিদ্রই হচ্ছে দুর্নীতি। এই ছিদ্র যদি বন্ধ করতে পারি তাহলে দুর্নীতি বন্ধ হবে। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপীদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।”
এদিন ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে তিনি দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার, ভবানীপুর, প্রজাপতি বাজার, সংচাইল, ছোটশালঘর ও মন্ত্রী বাড়ি স্টেশনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি শহিদ সাগরের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।