
নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন সংসদীয় প্রার্থী। দলটির পক্ষ থেকে দাখিল করা পাঁচটি আপিলের শুনানি শেষে চারটি আসনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে কমিশন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. হানিফ মিয়া।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পাঁচটি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’
ইসির সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন তারা হলেন, নুর উদ্দিন (চট্টগ্রাম-১১), আনোয়ার হোসেন (ঢাকা-১৮), মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২) এবং মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)। তবে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল বহাল রাখা হয়েছে।
মনোনয়ন বাতিলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট হানিফ মিয়া জানান, এ পর্যন্ত দলটির মোট ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরবর্তী সময়ে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকি প্রার্থীদের বিষয়ে আগামীকাল (রোববার) থেকে পুনরায় আপিল শুনানি শুরু হবে, যা আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে তিনি জানান।