
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর রহমান)–এর সিনিয়র নেতা মাওলানা সুলতান মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের কানড়া চেনা এলাকায় একটি মাদ্রাসার কাছাকাছি স্থাপিত দেশীয় তৈরি বোমা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। হামলার মূল লক্ষ্য ছিলেন মাওলানা সুলতান মোহাম্মদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর পাশাপাশি ফেডারেশন অব আরবিক মাদ্রাসাস (ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া)–এর জেলা সভাপতির দায়িত্বে ছিলেন।
বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত ডেরা ইসমাইল খানের উদ্দেশ্যে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মোহাম্মদ তাহির শাহ ওজির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত বিশ্লেষণ করছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ডনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত দুই বছরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ও বারমাল তহসিলসহ বিভিন্ন এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর নেতৃবৃন্দ ও আলেমদের লক্ষ্য করে সংঘটিত একাধিক হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।
এদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাওলানা সুলতান মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তাকে দলের একজন নিষ্ঠাবান ও সাহসী নেতা হিসেবে আখ্যায়িত করেন।