
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে, প্রয়োজনে ক্যাডার ও লাঠিসোঁটা নিয়ে মাঠে নামতেই হবে। তিনি এই মন্তব্য করেছেন শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা এমন একটি নির্বাচন চেয়েছিলাম যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। যেখানে প্রতিদ্বন্দ্বীরা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবে। আমরা সবসময় সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য কথা বলেছি।”
তিনি আরও জানান, “নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু আমি সেই ধরনের কোনো উদ্যোগ দেখছি না। আমার বাসায় আগুন দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে, এবং আমার কর্মীদের তুলে নেওয়া হয়েছে।”
চেয়ারম্যান অভিযোগ করেন, “আমাকে হুমকি দেওয়া হয়েছে যাতে আমি নির্বাচনে অংশ না নিই। হুমকি দিয়ে আমাদের নির্বাচনের বাইরে রাখা সম্ভব নয়।”
তিনি বলেন, “আমরা জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এখন বলা হচ্ছে আমরা আন্দোলনের বিপক্ষে ছিলাম। আমাদের বিরুদ্ধে মিথ্যা বোঝানো হচ্ছে। বাস্তবে, জাতীয় পার্টি সবসময় জুলাই আন্দোলনের পক্ষে কথা বলেছে।”