
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।
এর আগে তিনি গুলশান অ্যাভিনিউস্থ নিজ বাসভবন থেকে সরাসরি কার্যালয়ে রওনা হন। তার আগমনের আগে সভায় অংশগ্রহণ করতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হন।
দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিস্তারিত কর্মসূচি স্থির করার জন্য স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
দৃশ্যত, কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।