
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নেয়া হবে। এ সময় রাস্তার সব গুরুত্বপূর্ণ সেকশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্য এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সকালেই মরদেহ এভারকেয়ার থেকে সংসদ ভবনে আনা হবে। মরদেহ আনা, জানাজা এবং দাফন—প্রতিটি প্রক্রিয়ায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে। জানাজা ও দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন হবে।”
তিনি আরও জানান, পুরো রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ডিএমপির ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে। প্রয়োজনে বিএনপিকেও সহযোগিতা করা হবে।
শফিকুল আলম জানিয়েছেন, বেগম জিয়ার জানাজা বেসরকারি গণমাধ্যমগুলো কভার করতে পারবে, তবে দাফন কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।