
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে জনমনে সন্তুষ্টি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার ২১ ডিসেম্বর ফজরের নামাজ শেষে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানান, এ হত্যাকাণ্ডে এখনো স্পষ্ট অগ্রগতি না থাকায় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বলেন, সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে তার দল। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রতিফলিত হয় জনমত- এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক পরিবেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ-কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত।