
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশ যাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন এখনও মেলেনি।
থাইল্যান্ড বা সিঙ্গাপুর—এই দুটি দেশের যেকোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি বর্তমানে আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেওয়া হবে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এসেছে। বর্তমানে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর—এই দুই দেশের কোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে চূড়ান্ত করা হবে।”
ডা. আব্দুল আহাদ আরও জানান, “বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশে যাত্রা করার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনও চূড়ান্ত অনুমোদন দেননি। রোগীকে নেওয়া নিরাপদ হবে কি না—তারও অনুমোদন বাকি আছে। আশা করি, আগামীকাল সকালেই বোর্ডের চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।”
বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলার পরই বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।