
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ানোর পর দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জোর আলোচনা চলছে। বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন থাকলেও, একাধিক ঘনিষ্ঠ সূত্র ও এনসিপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে—আগামী এক সপ্তাহের মধ্যেই জুলাই অভ্যুত্থানের এই দুই নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলম প্রার্থিতা করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এনসিপি আগে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই দুই নেতার সম্ভাব্য আসনে কোনো প্রার্থী দেয়নি।
এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক। তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেই আসবে।”
এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমে বলেন, “আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত। তিনি যদি জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে আসেন আমরা তাকে স্বাগত জানাব। এর আগে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাব।”
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব নেন জুলাই অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন শীর্ষ নীতিনির্ধারণী নেতা জানান, আসিফ মাহমুদ দলটিতে যোগ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বের নিশ্চয়তা চান এবং আহ্বায়কের পরের পদমর্যাদা প্রত্যাশা করছেন। অন্যদিকে, মাহফুজ আলম উপদেষ্টার পদ ছাড়তে অনিচ্ছুক ছিলেন এবং সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান প্রত্যাশা করছেন। এসব বিষয় নিয়ে দরকষাকষির কারণেই আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত দুজনই এনসিপিতে যোগ দিচ্ছেন—এ বিষয়ে নিশ্চিত বলে জানান সংশ্লিষ্ট সূত্র।