.png)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে।
প্রকাশিত পত্রিকার সূত্রে জানা যায়, পদত্যাগের একদিন আগে রাতে আসিফ মাহমুদের বাসায় বৈঠক করেন গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা। বৈঠকে আসিফ মাহমুদকে গণঅধিকারে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর তিনি দলটিতে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন কিনা- এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রত্যাশিত পদমর্যাদা নিশ্চিত হলে সদ্য সাবেক এই দুই উপদেষ্টা এনসিপিতেই যোগ দিতে পারেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “তারা অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দ্বারা গঠিত দলেই আসবেন। তবে সরকারি দায়িত্ব থেকে মুক্ত হয়ে তারা কয়েকদিন সময় নিচ্ছেন। কয়েক দিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে।”
এনসিপি সূত্রে আরও জানা যায়, আসিফ দলটিতে যোগ দেওয়ার আগে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বের নিশ্চয়তা চান, যা আহ্বায়কের পরবর্তী পদমর্যাদার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, মাহফুজ আলম সাংগঠনিক ক্ষমতা চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চাইছেন।