
এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ যেন খালেদা জিয়াকে এতদিন বাঁচিয়ে রাখেন, যতদিন না তিনি “হাসিনার ফাঁসি” দেখতে পান।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “যার কারণে উনার (খালেদা জিয়া) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন।”
তিনি আরও দাবি করেন, কারাবন্দী অবস্থায় খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তার ভাষায়, চিকিৎসার জন্য চিকিৎসকরা গেলে তাদের “হয়রানি” ও “ভয়ভীতি”র মুখে পড়তে হতো। এসব কারণেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয় বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, “সবাই দোয়া করবেন উনার জন্য। আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেটি যেন উনি দেখে যেতে পারেন।”
তিনি দাবি করেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দল-মত-নির্বিশেষে দেশজুড়ে প্রার্থনা চলছে এবং যুক্ত করেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।”