রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ


রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

মিছিলে বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল হুসাইন ও সদস্য সচিব মাকছুদুর রহমান জুনায়েদ। প্রোগ্রাম পরিচালনা করেন আরিফ বিল্লাহ যশোরী। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারাও উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের অপতৎপরতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা পার্বত্য অঞ্চলে দেশবিরোধী শক্তির কার্যক্রমকে জাতির জন্য অশনি সংকেত আখ্যা দিয়ে এসব ষড়যন্ত্র দমনে জরুরি পদক্ষেপের দাবি জানান।

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে নেতারা বলেন, এটি মুসলমানদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামি শিক্ষা বই থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য এখনো কোনো শিক্ষক নিয়োগ হয়নি।

এছাড়া, ফিলিস্তিনগামী ফ্লোটিলায় ইসরাইলি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নগ্ন লঙ্ঘন। বক্তারা আরও উল্লেখ করেন, মুসলিম উম্মাহর ঐক্য ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা সম্ভব নয়। একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনের পক্ষে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×