বিএনপির ওপর পরিকল্পিত সাইবার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২০ পিএম, ১৩ জুলাই ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে এবং তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে দলটির ওপর পরিকল্পিত সাইবার হামলা চালানো হচ্ছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বইটির সম্পাদক কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে সহজে মুছে ফেলা যাবে না। আমরা বহুবার ধ্বংসস্তূপ থেকে ফিরে এসেছি।’ তারেক রহমানের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরে তিনি জানান, খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর থেকে দলের শীর্ষ নেতৃত্বের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তারেক। ‘অতি অল্প সময়ে তিনি গ্রাম থেকে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের সংগঠিত করতে পেরেছেন,’ বলেন ফখরুল।
তিনি আরও যোগ করেন, বিএনপির বিশাল যুব ও ছাত্রসংগঠনকে আরও সক্রিয় করতে হবে; শুধু লড়াই নয়, সাংগঠনিক শিক্ষা ও জ্ঞানেও সমৃদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে ২০০২ সালের খালেদা জিয়ার চীন সফরের স্মৃতিচারণা করে ফখরুল জানান, সে সময় চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তোমার বাবা‑মায়ের পতাকা বহন করো।’
তারেক রহমানের বিরুদ্ধে নির্যাতন, নির্বাসন ও বিচ্ছিন্নতার দৃষ্টান্ত টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মতোই তিনি মাথা নত করেননি।’ মূল বক্তৃতা শেষে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।