দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ. লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান


ghtghsdfgsdfgdfg54gwe.webp

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। 

শুক্রবার (২৩ মে) ভোর ৫ টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানার করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। 

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, প্রায় ১ বছর আমেরিকায় থাকার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে শুক্রবার ভোরে তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

মিরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া আক্তার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে বিমানবন্দরে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য আমি পাইনি। খবর নিয়ে দেখছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×