পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: গোলাম পরওয়ার


February 4 2025/gm.webp

 পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে জনগণ নির্বাচনের ফলাফল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩০ জুন) খুলনা-৫ আসনের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মতবিনিময় সভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনপূর্ব প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করতে হবে, রাজনৈতিক প্রতিযোগিতার জন্য সমতল মঞ্চ তৈরি করতে হবে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, "জুলাই মাসেই 'জুলাই সনদ' ঘোষণা করতে হবে। আমরা ‘জুলাই বিপ্লব’ ব্যর্থ হতে দেব না। দেশের ইতিহাসে যেসব খুনের ঘটনা ঘটেছে, সেগুলোর জন্য দায়ীদের প্রকাশ্য বিচার করতে হবে। গণআন্দোলনে নিহত ও আহতদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, "এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এক মহাসুযোগ। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার।"

নির্বাচনের দিন ঘোষণার পর দেশ নির্বাচনমুখী হয়ে উঠেছে বলে মন্তব্য করে তিনি জানান, ইতোমধ্যে প্রার্থীরা প্রচারে নেমেছেন, কিন্তু নানা স্থানে তাদের ওপর হামলা ও নির্বাচনী উপকরণ নষ্ট করার ঘটনা ঘটছে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।

পরওয়ার সরকারের উদ্দেশে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নামমাত্র নির্বাচন যথেষ্ট নয়। নির্বাচন যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সেটি নিশ্চিত করতেই হবে। প্রয়োজনে জামায়াতে ইসলামী সহযোগিতা করতে প্রস্তুত।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×