যারা ৭২ এর সংবিধান বাতিল চায় না, তারা কি জিয়ার অনুসারী: কবি ফরহাদ মজহার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৮ পিএম, ০১ মে ২০২৫

বিএনপি বলছে- ৭২ এর সংবিধান বাতিল করা যাবে না। কেন যাবে না, যারা বাতিল চাচ্ছে না, তারা কি জিয়াউর রহমানের অনুসারী। প্রশ্ন তুলেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকী আয়োজিত ‘গণঅভ্যুত্থান: রাষ্ট্র গঠন ও আমাদের দায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
ফরহাদ মজহার বলেন, সাম্য, মানবিক ন্যায় বিচারসহ তিনটা নীতি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিংবা প্রাতিষ্ঠানিক করা যায়, তার জন্য আমরা লড়াই করি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের ওপর চাপিয়ে দিল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ। এগুলো আমাদের দাবি ছিল না। এই যে চাপিয়ে দেওয়া তিনটা তথ্যের মধ্যে সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ একত্রে হলে এইটাকে বলে ফ্যাসিবাদ। এটা হিটলারও বিশ্বাস করত। জার্মান জাতীয়তাবাদ, বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ। জেনেশুনে ফ্যাসিস্ট সংবিধান আমরা রাখছি। এই জুলাই আন্দোলন, গণঅভ্যুত্থানের পরও আমরা এই সংবিধান বাতিল করতে পারি নাই। এই দায় কার। আমরাও দায়ী।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকী আয়োজিত ‘গণঅভ্যুত্থান: রাষ্ট্র গঠন ও আমাদের দায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
ফরহাদ মজহার বলেন, সাম্য, মানবিক ন্যায় বিচারসহ তিনটা নীতি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিংবা প্রাতিষ্ঠানিক করা যায়, তার জন্য আমরা লড়াই করি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের ওপর চাপিয়ে দিল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ। এগুলো আমাদের দাবি ছিল না। এই যে চাপিয়ে দেওয়া তিনটা তথ্যের মধ্যে সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ একত্রে হলে এইটাকে বলে ফ্যাসিবাদ। এটা হিটলারও বিশ্বাস করত। জার্মান জাতীয়তাবাদ, বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ। জেনেশুনে ফ্যাসিস্ট সংবিধান আমরা রাখছি। এই জুলাই আন্দোলন, গণঅভ্যুত্থানের পরও আমরা এই সংবিধান বাতিল করতে পারি নাই। এই দায় কার। আমরাও দায়ী।
তিনি আরও বলেন, তরুণরা যখন এই সংবিধান বাতিল চাইল, তারা বললো, এই সংবিধান তো আমাদের চাপিয়ে দেওয়া সংবিধান। তখন বলতে শুরু করল, যারা ৭২ এর সংবিধান বাতিল চায়, তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না। এই প্রপাগান্ডা আওয়ামী লীগ শুরু করল, শেষ পর্যন্ত বিএনপিও শুরু করল। এই প্রজন্ম কখনও ৭১ অস্বীকার করে নাই। বরং তারা ৭১ কে পুনরায় দাখিল করতে চায়। যেটা হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণের যে গৌরব ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। যার নেতৃত্বে ছিলেন, জিয়াউর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা।
ফরহাদ মজহার বলেন, বিএনপি বলছে ৭২ এর সংবিধান বাতিল করা যাবে না। এরা কি জিয়াউর রহমানের অনুসারী। আমাকে কেউ খারাপ ভাবে নিবেন না। আমি বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠভাবে পক্ষে থেকেছি। বিএনপির বিরুদ্ধে হামলা, মামলার বিরুদ্ধে থেকেছি। ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে জিয়াউর রহমান সাম্য ও ন্যায় বিচারের জন্য।
‘গণঅভ্যুত্থান: রাষ্ট্র গঠন ও আমাদের দায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন কবি ও রাজনৈতিক চিনু কবির, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, ভাববৈঠকির সংগঠক মোহাম্মদ রোমেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক অ্যাড. রায়হান কবীর, বেরোবি শিক্ষক ড. ইলিয়াস প্রামাণিক, ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন কনক রহমান।
ফরহাদ মজহার বলেন, বিএনপি বলছে ৭২ এর সংবিধান বাতিল করা যাবে না। এরা কি জিয়াউর রহমানের অনুসারী। আমাকে কেউ খারাপ ভাবে নিবেন না। আমি বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠভাবে পক্ষে থেকেছি। বিএনপির বিরুদ্ধে হামলা, মামলার বিরুদ্ধে থেকেছি। ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে জিয়াউর রহমান সাম্য ও ন্যায় বিচারের জন্য।
‘গণঅভ্যুত্থান: রাষ্ট্র গঠন ও আমাদের দায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন কবি ও রাজনৈতিক চিনু কবির, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, ভাববৈঠকির সংগঠক মোহাম্মদ রোমেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক অ্যাড. রায়হান কবীর, বেরোবি শিক্ষক ড. ইলিয়াস প্রামাণিক, ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন কনক রহমান।