গাজা স্বাধীন করা নিয়ে নাসির উদ্দিনের নামে মিথ্যা প্রচারণা


April 2025/Nasir Uddin.webp
নাসির উদ্দিন নাসির

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ছবিসংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির বলেছেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের মাত্র ১ সপ্তাহে গাজা (ফিলিস্তিন) স্বাধীন করার সক্ষমতা রয়েছে।’

এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে, নাসির উদ্দিন নাসির এমন মন্তব্য করেননি। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের মাত্র ১ সপ্তাহে গাজা (ফিলিস্তিন) স্বাধীন করার সক্ষমতা রয়েছে’ শীর্ষক কোনো প্রকাশ্য কোনো মন্তব্য ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির করেননি। প্রকৃতপক্ষে, কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত দাবির সঙ্গে প্রচারিত পোস্টগুলোতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ নেই। ফটোকার্ডটিতেও কোনো গণমাধ্যমের নাম বা লোগো দেখা যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম ফটোকার্ড প্রকাশ করলে তাতে প্রতিষ্ঠানটির নাম বা লোগো সংযুক্ত থাকে। তাই স্পষ্টভাবে বলা যায়, আলোচিত ফটোকার্ডটি কোনো গণমাধ্যমের নয়।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে ছাত্রদলের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে দেখা গেছে।

এ ছাড়া একই মন্তব্য ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের নামেও ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে তার পক্ষ থেকে এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নামে প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×