
আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা দূর করতে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া খুব শিগগিরই বিস্তারিতভাবে জানানো হবে। অনলাইনে ইতিমধ্যেই আবেদন করা সাংবাদিকরা যেমন আবেদন করেছেন, অনলাইনে আবেদন না করা সাংবাদিকরাও এবার সরাসরি নির্বাচন ভবনে গিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য অনলাইনে কার্ড ও গাড়ির স্টিকার আবেদন আহ্বান করেছিল। তবে অনলাইনে প্রক্রিয়াটি ‘ইউজার ফ্রেন্ডলি’ না হওয়ায় সাংবাদিক নেতারা দ্রুত সমাধানের দাবি জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও এই জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সমস্যার সমাধান না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলে ইসি অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে এবং ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর করা হয়।