
নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি ভবনে উপস্থিত হবেন।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান এবং তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।