
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ভোটের পূর্বাভাস হিসেবে মোটরসাইকেলের চলাচলের ওপর তিন দিন বা ৭২ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া নির্বাচনের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও পিকআপ ভ্যানসহ চার ধরনের যানবাহনের চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই সংক্রান্ত নির্দেশনা কার্যকর করার জন্য সড়ক পরিবহন সচিবের কাছে চিঠি পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের দিন এবং তার পূর্ববর্তী ও পরবর্তী সময়সীমায় বিভিন্ন যানবাহনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা, ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসা সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বিতরণকারী যানবাহন এবং বিমানবন্দর বা দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচলের জন্য রিটার্নিং অফিসারের অনুমতি থাকবে। নির্বাচনী এজেন্ট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যও একটি করে যানবাহন অনুমোদনের আওতায় চলাচল করতে পারবে।
নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচলও কমিশনের অনুমোদনসাপেক্ষে শিথিল থাকবে। এছাড়া জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ আন্তঃজেলা ও মহানগর সংযোগ সড়কে প্রয়োজন অনুযায়ী যানবাহনের চলাচল সীমিতভাবে স্বাভাবিক রাখা হবে।
এই বিধিনিষেধ ভোটার ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নেওয়া হয়েছে।