
দীর্ঘ বিরতির পর সাধারণ মানুষের জন্য আবারও চালু করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। ফলে এখন থেকে আগের মতো নিয়মিত প্রক্রিয়ায় এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা যাবে।
রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) বিকেল থেকে এই সেবা পুনরায় কার্যকর করেছে।
এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোটের (ওসিভি ও আইপিসিভি) নিবন্ধন এবং প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ চলছিল। এসব জটিল টেকনিক্যাল কার্যক্রমের সময় এনআইডি সংশোধনের ডেটাবেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন কাজগুলো সফলভাবে শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।”
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনকে ঘিরে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং এনআইডি সংক্রান্ত কোনো ধরনের অপব্যবহার বা ভুল তথ্য পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এই সেবা স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে আজ থেকে তা আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
এখন নাগরিকরা নির্ধারিত নিয়ম মেনে নিজেদের জাতীয় পরিচয়পত্রে থাকা ভুল সংশোধন কিংবা প্রয়োজনীয় তথ্য হালনাগাদের জন্য আবেদন করতে পারবেন।