.jpg)
চট্টগ্রামের রাউজান উপজেলায় তিন বছর বয়সী এক শিশু গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ অপর্যাপ্ততায় খোলা নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।
এর আগে, গত ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে সাজিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছিল।