
দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষাগুলোর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশ নেন ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী। বিপুল সংখ্যক আবেদনকারী ও শূন্য পদের পরিসংখ্যান বিবেচনায় এটিকে দেশের অন্যতম বৃহৎ সরকারি নিয়োগ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রাথমিক বা প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করি। আজ বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে। সেজন্য কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।’
এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা আশা করছেন, এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল ঘোষণা করা হবে।