
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বিশেষ বৈঠকের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করাই এ সভার প্রধান উদ্দেশ্য।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবও বৈঠকে উপস্থিত থাকবেন।
ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এই বৈঠকের মূল লক্ষ্য। প্রয়োজনে মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও কৌশলগত বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোকে তাদের ফোকাল পয়েন্ট অথবা উপযুক্ত প্রতিনিধিকে সভায় পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।