
ঢাকা-করাচি আকাশপথে ফের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। চলতি মাসেই এই ফ্লাইট পরিচালনার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি।
শুক্রবার (০২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান সমকালকে বলেন, ‘ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমানকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। চলতি মাসের শেষ দিকে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিমানের সব ধরনের প্রস্তুতি আছে।’
বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
প্রাথমিক অবস্থায় এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর এটি পুনরায় বিবেচনা করা হতে পারে। নতুন অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।
পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশকে নির্ধারিত রুট কঠোরভাবে মেনে চলতে হবে। করাচি বিমানবন্দরে বিমানকে আলাদা একটি স্লট দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিমান ওড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা নিয়মাবলি। কর্মকর্তাদের মতে, এই সরাসরি ফ্লাইট উভয় দেশের জনগণের যাতায়াত সুবিধা বাড়াবে এবং ব্যবসা-বাণিজ্যের নতুন পথ উন্মোচন করবে।