
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে নিয়মিত সময়সূচির বাইরে বিশেষ মেট্রোরেল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, যাত্রীসাধারণের সুবিধার জন্য নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চলবে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের মেট্রোরেল ব্যবহারের সময় শৃঙ্খলা ও নির্দেশনা অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে।