
সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ছয়জন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন, আর আটজন আহত হয়েছেন। হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে ত্রাণ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর লড়াই অব্যাহত ছিল।
এ বিষয়ে হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনের উপর হামলায় মোট ছয়জন নিহত হয়েছেন।