
কোনো টাকা পরিশোধ না করেই রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্মিত ভবনে ফ্ল্যাট দখলের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে সাবেক টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক। চলতি বছরের ১৫ এপ্রিল করা মামলার অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার দুদক অনুমোদন দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করবেন বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। চার্জশিটে টিউলিপ সিদ্দিক ছাড়াও আসামি হিসেবে রয়েছেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। তবে মৃত্যুবরণ করায় ইস্টার্ন হাউজিংয়ের মালিক জহুরুল ইসলাম এবং রাজউকের সাবেক আইন উপদেষ্টা ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ড. মোহাম্মদ সেলিমকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।
তদন্তে দুদক জানতে পারে, গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১১এ ও ১১বি নম্বর ফ্ল্যাটটি কোনো অর্থ প্রদান ছাড়াই দখলে নেওয়া হয়েছিল। অনুসন্ধানে আরও উঠে আসে যে ভবনটির প্লটের মালিক ছিল রাজউক এবং এটি দীর্ঘমেয়াদি লিজে থাকায় হস্তান্তরের সুযোগ ছিল না। তা জানা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক রাজউকের এক কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন করান, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্লটে ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির ছাড়পত্র পায়।
অবৈধ সুবিধা গ্রহণ ও প্রদান এবং যোগসাজশের মাধ্যমে ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড ৭১, গুলশান, ঢাকা ১২১২ বিনামূল্যে গ্রহণে সহায়তার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুদক এই অভিযোগপত্র দাখিল করছে।