
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির প্রক্রিয়ার মাঝে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১:৩০ টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দিচ্ছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর আগে, গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দলও সিইসির সঙ্গে বৈঠকে বসেছিল। তফসিল প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে এবার জামায়াতের প্রতিনিধি দল ইসির সঙ্গে আলোচনা করে।
এছাড়াও, সোমবার সকাল ১০:৩০ টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।