
আজ (সোমবার) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন তিনি। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
দুপুরের পর থেকে হাসপাতালের বাইরে কোনো নেতাকর্মীর ভিড় দেখা যায়নি। কেবল কিছু পথচারী থেমে লক্ষ্য করেছেন। নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তা বাহিনী ও সংবাদকর্মীরা সেখানে ছিলেন।
খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় অবস্থা সংকটাপন্ন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন।