সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার


সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার

বাংলাদেশ সচিবালয়ে রবিবার (৫ অক্টোবর) থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব বিবেচনা করে সরকারের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে কড়াকড়ি চেকিং করা হবে। পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া গেলে তা ব্যবহার থেকে বিরত রাখার ব্যবস্থা করা হবে। যাদের কাছে নিষিদ্ধ প্লাস্টিক পাওয়া যাবে, তাদের পরিবর্তে কাগজের তৈরি ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথ ও সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির জন্য সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিম বিষয়টি পর্যবেক্ষণ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সচিবালয়ে এসইউপি বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের নিশ্চয়তা দিতে। সভা-সেমিনারে একবার ব্যবহারযোগ্য বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদেরও এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার হবে। অফিসের কাজে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ এবং মনিটরিং কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল থেকে সচিবালয়কে সম্পূর্ণ এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×