ডিএসসিসি পাঠাগার আধুনিকীকরণে গঠন করল কমিটি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:০১ পিএম, ০৩ অক্টোবর ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মালিকানাধীন পাঠাগারগুলোকে আধুনিক মানের করার উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে সংস্থাটি ইতিমধ্যেই একটি সাত সদস্যের কমিটি গঠন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) ডিএসসিসি সূত্রে জানা গেছে, এর আগে সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দেন।
সচিব শফিকুল ইসলাম জানান, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মৃতি পাঠাগারের মতো বিভিন্ন পাঠাগারকে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং ডিএসসিসির যৌথ উদ্যোগে এগুলো প্রযুক্তি সমৃদ্ধ ও মডেল লাইব্রেরি হিসেবে পরিচালনা করার জন্য চুক্তি করা হবে। চুক্তি পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা চুক্তির খসড়া প্রস্তুত করবে।”
ডিএসিসি সূত্রে আরও জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সচিবকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন– ডিএসসিসি অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিস্টেম অ্যানালিস্ট, জনসংযোগ কর্মকর্তা এবং আইন কর্মকর্তা।