প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য সুখবর: ১০ম গ্রেডে বেতন উন্নীতের উদ্যোগ


saurav/untitled-1-20250522120108.jpg

প্রায় ৩০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য বেতন গ্রেড উন্নীত করার সুখবর আসছে। হাইকোর্টের নির্দেশনায় রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে। এবার বাকি প্রধান শিক্ষকদের একই গ্রেডে উন্নীত করার বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার (৫ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উক্ত আদেশে উল্লেখ করা হয়, ২০১৮ সালের রিট পিটিশন নম্বর ৩২১৪-এর রায়ের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশনা অনুসারে ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষককে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই রকম সুবিধা দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এ খবরে শিক্ষক মহলে স্বস্তি দেখা দিয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “সরকার যে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে তা প্রশংসনীয়। এতে প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক উপকৃত হবেন।” তবে তিনি জানান, এখন পর্যন্ত কেবল রিটকারী ৪৫ জনই এই সুবিধা পেয়েছেন। তাদের দাবি, সকল প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এবং তিনি আশাবাদী যে সরকার শিগগিরই তা বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মার্চ সরকার প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেও, পরবর্তী প্রজ্ঞাপনে প্রশিক্ষিতদের ১১তম ও অপ্রশিক্ষিতদের ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়, যা ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন এবং আপিল বিভাগের সব আইনি প্রক্রিয়া শেষে রায় বাস্তবায়নের পথ সুগম হয়।

এই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে, দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হয়ে প্রধান শিক্ষকরা আর্থিকভাবে স্বস্তি ফিরে পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×