২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭, বরগুনায় একদিনেই নতুন রেকর্ড


saurav/6f2c65766284409056ea952e48f88161a4967525c69d0ef7.jpg

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যায়নি। রোববার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ১২৭ জন। এর মধ্যে বরগুনার পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় জেলায় একদিনেই নতুন করে ১০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৭১ জনে। মৃত্যু হয়েছে ৪৫ জনের।

প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তারও আগে ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন ১ হাজার ৭০৫ জন।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×