মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন জঙ্গি নন: স্বরাষ্ট্র উপদেষ্টা


February 4 2025/6836bae0b6642_1748417248.jpg

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে পাঠিয়েছে। দেশে ফিরে তাদের বিষয়ে তদন্ত করা হলেও কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দেশে তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও দাবি করেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ কার্যত নিঃশেষ হয়ে গেছে। গত ১০ মাসে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এটা আমরা মনিটর করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার জঙ্গি দমন এবং মনিটরিং জোরদার করার কথা বলা হলেও বিভিন্ন সময় বিদেশফেরত কিছু বাংলাদেশিকে নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কিছুটা আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট মহলকে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×